উত্তরাঞ্চলের উন্নয়নে বাজেট বৃদ্ধির দাবিতে নগরীর প্রবেশ দ্বার মডার্ন মোড় ব্লকেড করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা গত ২৮ জুলাই সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথমে অবস্থান নেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মডার্ন মোড় ব্লকেড কার্যক্রমে অংশ নেন।

শিক্ষার্থীরা এ সময় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম মাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে। এখানে অডিটোরিয়াম নেই এবং টিএসসি নেই, আমরা মানসম্মত শিক্ষা চাই। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই। তারা বলেন, আমরা এতদিন যে বৈষম্য দেখেছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে চেয়েছিলাম উত্তরাঞ্চলের বৈষম্য দূর হবে।

নগরীর মর্ডান মোড়ে ব্লকেড কর্মসূচিতে তারা দুই দফা দাবি তুলে ধরেন। এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। এছাড়া উত্তরাঞ্চলের বাতিঘর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য, ২৭ জুলাই রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আট হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সিটি করর্পোরেশন ও উত্তরবঙ্গের জন্য কোন বাজেট অনুমোদন করা হয়নি।