কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর ইউএনবি’র

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০টি পরিবারসহ ওই এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধরলার তীব্র ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোনোক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত একর আবাদি জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ভাঙনরোধে চরগোরকমন্ডল এলাকায় ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেয়া হয়েছে। ব্যাগ ফেলানোর কাজও শেষের দিকে।

সেখানে আরও একটি প্যাকেজ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।