জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের বিপন্ন জনগোষ্ঠীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থাটি ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় মোংলা, সাতক্ষীরা ও বাগেরহাটের প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদান করবে।

সম্প্রতি মোংলা উপজেলা কৃষি ভবনে আয়োজিত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোজাম্মেল হক, মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আনোয়ারুল ইসলাম, জেলা সমন্বয়ক এস এম ইদ্রিস আলম, বন কর্মকর্তা ওবায়ুদুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্পটি ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে এবং ব্র্যাকের অংশীদারিত্বে ২০২৫ থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। উপকূলীয় অঞ্চলে প্রকৃতিবান্ধব সমন্বিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস করা এর মূল লক্ষ্য। প্রকল্পটি পরিবেশগত ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে একই প্রকল্পের আওতায় মোংলায় ১২’শ পরিবারকে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম প্রদান করা হয়, যার মাধ্যমে স্থানীয়রা নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পেয়েছেন।

এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের প্রায় ৯০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষ সরাসরি উপকৃত হবে, যা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।