পঞ্চগড় সংবাদদাতা: মেডিকেল টেকনলোজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে টিম রণভেরী, তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ ও বাংলাদেশ ডিজিএফপি মেডিকেল টেকনলোজিষ্টস এসোসিয়েশন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মেডিকেল টেকনলোজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড়ের ফার্মাসিস্ট বি কে দাস, মেডিকেল টেকনোলজিস্ট -ল্যাব লাভলী খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট , অজয় কুমার সরকার, রেডিওলোজী এন্ড ইমেজিং, আব্দুল্লাহ আল মামুনসহ মেডিক্যাল টেকনলোজিস্ট ও ফার্মাসিস্টরা।
এসময় তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। দাবি মানা না কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।