কুষ্টিয়া সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা, নির্বাচনের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। আমরা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি।
অপরদিকে, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন মনোনয়নপত্র ক্রয় করেছেন।
কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থী আলহাজ¦ আব্দুল গফুর মনোনয়নপত্র ক্রয় করেছেন।
কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনে জামায়াতের প্রার্থী আফজাল হুসাইন মনোনয়নপত্র ক্রয় করেছেন।