গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চেকপোস্ট থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে জিএমপি সদর থানাধীন ভারারুল বটতলা এলাকায় জনৈক আলীর দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল।
এ সময় সন্দেহজনকভাবে দুটি মোটরসাইকেল আরোহীকে থামানোর জন্য সংকেত দেওয়া হলে তারা প্রথমে থামে এবং তাড়া আছে বলে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে মোটরসাইকেল রেখে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে।
এএসআই (নিঃ) মোঃ লিটন মিয়া, সদর থানা, জিএমপি ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে শ্রীপুর থানাধীন লোহাগাইছা গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের ছেলে সেলিম (২৯) কে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে এবং পর্যাপ্ত বৈদ্যুতিক আলো ও টর্চের সহায়তায় আটক সেলিমের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে নীল পলিথিন জিপারে মোড়ানো ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৪০-৮৩০৫, জব্দতালিকামূলে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।