রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটিয়ে আত্মগোপনে থাকা সাত আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। একসঙ্গে এতোজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের ঘটনাটি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। র্যাব-৫ এর একটি দল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পূর্বপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রাম-গঞ্জ-শহর
রাজশাহীতে হত্যার মামলায় একসঙ্গে ৭ আসামী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটিয়ে আত্মগোপনে থাকা সাত আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।