ঝালকাঠি সংবাদদাতা : ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরে বিভিন্ন রোডে র্যালি প্রদক্ষিণ করে। এছাড়াও র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।
র্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও জাটকা সংরক্ষণ সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আশরাফুল রহমান, সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনসহ আরো অনেকে।
মানুষের কাছে পুষ্টিকর, সুস্বাদু ও সুদৃশ্য ইলিশ পৌঁছানোর লক্ষ্যে ৮ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ।