বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মার্কেটে অবস্থিত এস.এ টেলিকম (প্রোঃ নুরুল ইসলাম) এর দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক নুরুল ইসলাম সুত্রে জানা যায়, তিনি, তার ছেলে শাকিল আহমেদ ও ভাগিনা বাপ্পি মিলে দোকানটির দেখাশোনা করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে তার ভাগিনা দোকানে এসে দেখেন শাটারে আগের তালার পরিবর্তে অন্য একটি তালা লাগানো। পরে পাশের শাটার খুলে ভেতরে ঢুকে দেখতে পান, দোকানে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬০টি দামি স্মার্টফোন চুরি হয়ে গেছে আর বাটন ফোনগুলো অক্ষত আছে।
এছাড়াও ক্যাশে থাকা প্রায় এক লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র । এতে সর্বমোট প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চক্র সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে তালা খুলে দোকানের ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে। দোকানটি সেনাবাহিনী পরিচালিত মার্কেটের মধ্যে হওয়ায় বিষয়টি তিনি সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবগত করেছেন এবং পাশাপাশি বাগাতিপাড়া মডেল থানাতেও ফোনে জানিয়েছেন বলে তিনি জানান।
দয়ারামপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আনসার আলী মন্ডল জানান, তিনি সকাল ১০টার দিকে দোকান মালিকের কাছ থেকে খবর পান। দোকানের পশ্চিম পাশে তারও একটি ওষুধর দোকান রয়েছে। তিনি ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন এবং অনেকের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে তবে কাওকে তিনি চিনতে পারছেন না বলে জানান। তিনি দ্রত এই সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।