গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত 'গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৭ জানুয়ারি) গাজীপুরের সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) তানিয়া তাবাসসুম। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন। প্রশিক্ষণের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সহকারী পুলিশ কমিশনার মোঃ দীন ই আলম, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মোঃ ইমরান খানসহ গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ । কর্মশালায় গণমাধ্যমের সঠিক ভূমিকা ও দায়িত্ব পালন এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।