ওরিয়েন্টেশন

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ (ইসিসিডি) বিষয়ক জেলা পর্যায়ের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি)’ প্রকল্প ও বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বিইএন)।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ এবং অধ্যক্ষ (অব.) প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান। জেলা ইসিসিডি কমিটির সদস্যরাও এতে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। তিনি ওরিয়েন্টেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আইসিবিসি প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন।

মতবিনিময়

করিমগঞ্জ (কিশোরগঞ্জ): গত (৫ নভেম্বর)করিমগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সদর কাস্টার আয়োজিত করিমগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিখন ঘাটতি দূরীকরণ মায়েদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রুহুল আমিন।

মানববন্ধন

পঞ্চগড় : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের সস্মুখযোদ্ধা ফজলে রাব্বীর উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্রজনতা। মানববন্ধনে বৈষম্য বিরোধী নেতা-কর্মীরা অংশ নেন।

মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতারণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বশী শীল, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা সজল আহম্মদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারি, সহকারি পুলিশ সুপার আসিফ আল নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারের সভাপতি আখতার হোসেন, বিসিকের উপ পরিচালক অর্জুন কুমারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক বলেন, মাগুরা জেলাকে পুড়া পরিত্যক্ত ভৌজ্যতেল মুক্ত করতে হবে। আর সবার সহযোগিতা থাকলে মাগুরা জেলা হবে দেশের প্রথম পোড়া তেল মুক্ত জেলা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ তৈল নিজের গরজে ব্যবসায়ীদের পূন ব্যবহার না করার জন্য জেলা প্রশাসক আহবান জানান। সভায় জেলা শহরের হোটেল, বেকারী, চানাচুর ফ্যাক্টরীর মালিকরা উপস্থিত ছিল। তারা তাদের পোড়া তৈল ব্যবহার না করে বিক্রি করবে বলে জানান।

ল্যাপটপ ও চেক বিতরণ

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ জার্মান রিটেইলার ‘কিক’ এর অর্থায়নে ও জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স’ প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জামাদি এবং চেক বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং বেরোবি’র সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন।