আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি টু রুদ্রপুর সড়কের নির্মান কাজ থেমে থাকায় জনভোগান্তির কারণে পরিণত হয়েছে। এলাকাবাসীর দুঃসহ দুর্গতিতে নাকানি চুবানি খেতে খেতে নাভিঃশ্বাস উঠতে শুরু করেছে। গুনাকরকাটি ব্রিজের মুখ থেকে সাতক্ষীরা সদর উপজেলার রুদ্রপুরগামী আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এলাকার শত শত মানুষ প্রতিদিন যাতয়াত করে থাকে। কয়েকটি গ্রামের মানুষের আশাশুনি ও সদর উপজেলার অনেক মানুষ এ পথেই যাতায়াত করে থাকে। রাস্তার গুরুত্ব অনুভব করে এলজিইডি সড়কটি নির্মানের উদ্যোগ গ্রহণ করে। প্রথমে ৪ ফুট উচু করে মাটির কাজ করা হয়। পরবর্তীতে সড়ক নির্মাণের সময় পানি উন্নয়ন বোর্ড কাজে বাধা প্রদান করে। এর প্রতিবাদে ও দ্রুত সড়কের কাজ শুরুর দাবীতে এলাকার মানুষ আন্দোলন, সংগ্রাম শুরু করে। মানববন্ধনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কর্মসূচি পালন করে। রাস্তাটি বর্তমানে ম্যাটাডাম পর্যায়ে রয়েছে। এলজিউডি ও পাউবোর সমন্বয়হীনতার কারনে ঠিকাদারী প্রতিষ্ঠান কার্পেটিং এর কাজ করতে পারছে না। যেখানে আশপাশের সকল এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ওয়াপদার বাঁধে এলজিইডি রাস্তার কাজ করেছে বা করছে। সেখানে এখানে কেন করতে পারছে না। এর কোন যুক্তিসংগত জবাব কারো জানা নেই। প্রায় ৩ বছর যাবৎ রাস্তাটি ম্যাটাডম অবস্থায় পড়ে আছে। ফলে রাস্তার ধুলাবালি উড়ে পথচারীসহ রাস্তার পাশে বসবাসকারী পরিবারগুলোর নাভিঃশ্বাস উঠছে।

কয়েকদিন আগে এলজিইডির ঠিকাদার সড়কে কার্পেটিং এর জন্য গেলে পাউবো কর্তৃপক্ষ মৌখিক ভাবে কাজ বন্ধ করে দিয়েছে। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে।