ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শর্টগান ও ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও ওয়াকি-টকি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সোনাগাজী মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শটগান উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি জানান, স্থানীয় নাগরিকদের সহায়তায় অস্ত্র ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।