আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : গত শুক্রবার দিবাগত রাতে আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত হচ্ছেন-নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক হোসেন ও আবুল হাশেমের ছেলে মোঃ হাবিব উল্লাহ, চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া গ্রামের মনজুর আলমের ছেলে মোঃ মুবিন মিয়া ও আবাসিক এলাকার আবু তাহেরের ছেলে মোঃ আলম। তিনি চৈক্ষ্যং ইউনিয়ন কৃষকদলের সভাপতি।
উপজেলা নিবাহী অফিসার জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে সঙ্গীয় ফোর্স থানা পুলিশের প্রসিকিউশনে মাদকসেবীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আটককৃতদের মধ্যে ৩ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ৬০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৪ জনকে ৪০০/- অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজা জহির উদ্দিন জানান, শনিবার তাদেরকে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।