সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ মাগরিব ইউনিয়ন জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

আটুলিয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান এবং সেক্রেটারি মাস্টার আলী মুর্তেজা। এছাড়াও সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের ইসলামী শাসন কায়েমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই। তারা বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি, হিংসা-বিদ্বেষ ও দুর্নীতিমুক্ত একটি মানবিক, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য।