ফেনী সংবাদদতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাজওয়ার এম আওয়াল টাকা জমা দিলেও মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত সমর্থিত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। তবে আসনটি থেকে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করা হলেও বিএনপির কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসন থেকে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া আসনটি থেকে তাঁর (মিন্টুর) ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়।
তবে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে একটি নোট পাঠানো হয়। এতে বলা হয়, ‘আবদুল আউয়াল মিন্টুর পুত্র তাজওয়ার এম আওয়াল মনোনয়নপত্র সংগ্রহের প্রাথমিক ধাপ হিসেবে ভোটার তালিকার সিডি ক্রয় করলেও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র নিয়ে যাননি।’এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ডাঃ ফখরুদ্দিন মানিক আগামী বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
এদিকে, আবদুল আউয়াল মিন্টুর ছেলে একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, আব্দুল আওয়াল মিন্টু হয়তো নির্বাচন করবেন না। সেক্ষেত্রে তার ছেলে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিতে পারেন। আবার কেউ কেউ বলছেন, কেন্দ্রে নিজেদের পক্ষে একাধিক এজেন্ট দেওয়ার কৌশল হিসেবে আবদুল আউয়াল মিন্টু ছেলেকে ডামি প্রার্থী করতে পারেন।