গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনজ সম্পদ রক্ষায় সত্য উদঘাটনের চেষ্টায় গিয়ে বনদস্যুদের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। শতাধিক গজারি গাছ কেটে পাচারের সময় ভিডিও ধারণ করতে গেলে ‘বন খেকোদের দল তাদের ওপর হামলা চালায়। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন, দৈনিক নয়াদিগন্ত–এর মাল্টিমিডিয়া গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ–এর জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক হুমায়ুন কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমিতে শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে এক প্রভাবশালী চক্রের নেতৃত্বে থাকা আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম'। মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে প্রথমে শ্রমিকরা পালিয়ে যায়। পরে ভিডিও ধারণের সময় গজারী কাশেম, তার ছেলে আল আমিন ও সহযোগী মামুনসহ ৮–১০ জনের একটি দল হঠাৎ এসে সাংবাদিকদের উপর বেপরোয়া হামলা চালায়।

হামলার একপর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে আমরা আটক করেছি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি বনজ সম্পদ লুটে বন খেকোদের দাপট বহুদিনের, বনের গাছ কেটে বিক্রি ও জমি দখল তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু সাংবাদিকদের ওপর হামলা বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। দ্রুত বিচার না হলে পরিবেশ ও তথ্যের স্বাধীনতা—দুটিই হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।