কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : উপজেলা জামায়াতের উদ্যোগে চারটি ইউনিয়নের চক্ষু রোগীদের কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে ৭০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা জামায়াত আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক আমীর ডা. নূরউদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন, পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আহাদ, ফলকনের ইব্রাহীম শামীম হাওলাদার, চরমার্টিনের মোঃ ইব্রাহিম, সাহেবেরহাট ইউনিয়ন সভাপতি মাস্টার মোঃ লোকমান হোসেন প্রমুখ।
এর আগে ইউনিয়ন পর্যায়ে পৃথক ক্যাম্প করে চোখের ছানি পড়া রোগীদের নির্নয় করে অপারেশনের জন্য বাছাই করা হয়। এতে ১৫০ জনের মধ্যে প্রথম ধাপে ৭০ জনকে প্রেরণ নিশ্চিত করে।
উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন জানান, সকল রোগী ও রোগী প্রতি একজন এটেন্ডেন্ট সহ সকলের যাতায়াত, থাকা-খাওয়া, চিকিৎসা ও ঔষধ খরচ মিলিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। বিভিন্ন পর্যায়ের অনুদানের টাকায় এ ব্যয় নির্বাহের ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যতিক্রমী কার্যক্রমকে ঘিরে সংশ্লিষ্ট পরিবার ও সর্ব মহলে প্রশংসনীয় উদ্যোগ বলে সাড়া যুগিয়েছে।