বগুড়ায় “আত্মহত্যার পরিণাম, কারণ ও প্রতিকারে আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার গত ১৬ মার্চ রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট বগুড়া, হোসনা আফরোজা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম-এর পরিচালনা ও উপস্থাপনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন, তিনবার জাতীয় পদক ও সনদপ্রাপ্ত প্রবন্ধিক গবেষক অধ্যক্ষ ডা. মিজানুর রহমান। সেমিনারে বগুড়া জেলা সিভিল সার্জন, জেলা পুলিশ সুপার বগুড়া উপপরিচালক-স্থানীয় সরকারসহ (সকল) অতিরিক্ত জেলা প্রশাসক (সকল), উপজেলা নির্বাহী অফিসার (সকল), এনডিসি, জিসিও,এলএও, আরডিসি, সহকারী কমিশনার ( সকল ) বগুড়াসহ ১১৩ জন ও শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, আইনবিদ, সংস্কৃতিবিদ, স্ব্ছোসেবী সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দসহ প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রাবন্ধিকের উপস্থাপিত ৫ হাজার ৬৯৪ শব্দের ১০ পৃষ্টার প্রবন্ধের তথ্যে জানা যায়, বাংলাদেশে বছরে ১০ হাজার লোক আত্মহত্যা করেন, এর মধ্যে প্রতিমাসে ৩৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করনে । বগুড়ায় ২০২২ সালে- ৩৮৫, ২০২৩ সালে- ৩৮৭, ২০২৪ সালে ৩৩৫ ও ২০২৫ সালে দু‘মাসে ৫৫ সহ গত ৩৮ মাসে বগুড়ায় সর্বমোট আত্মহত্যা করেছেন ১ হাজার ১১৬ জন। যা দেশের উত্তরাঞ্চলের জন্য এক বিরাট আতঙ্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বক্তারা এ বিষয়ে সুপারিশ মালা ও পরামর্শ উপস্থাপনা করেন।