সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতকানিয়া-পলাহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “নির্যাতিত মানুষের মুক্তির জন্য আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”

তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে রাজনীতির নামে অর্থ লোপাট হয়েছে, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে জামায়াত নেতা-কর্মীদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকেও ‘হত্যা’ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শাহজাহান চৌধুরী আরও দাবি করেন, “৩৬ জুলাইযোদ্ধারা ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশাসন থেকে দেশবাসীকে মুক্তি করেছে।”

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতার আহ্বান জানান।

গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে সাতকানিয়ার বিভিন্ন স্থানে আয়োজিত পথসভাগুলোতে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী মহাসচিব ও শ্রমিক নেতা মোহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাতকানিয়া সদর ইউনিয়ন আমীর মাওলানা মাহমুদুল হক, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, নায়েবে আমীর রিদওয়ানুল করিম, ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ এবং ইউপি সদস্য আব্দুল মান্নান।