বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুর প্রজাতন্ত্রের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার ডে আর্নদ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের যে সুসম্পর্ক সেটিকে আরও বৃদ্ধি করার উপর জোর দেন তারা।