সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : তিন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের সচেতন মহল সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করতে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবুসহ অনেকে।
ডেকে নিয়ে ছুরিকাঘাতে
যুবক হত্যা
নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে পূর্ব শত্রুতায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাব্বি (২২) মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী।
রবিবার রাতসোয়া ৮টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড় এলাকায় এই হত্যার ঘটনা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে মারা যান রাব্বি।
আটক দুইজন হচ্ছেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার সবুজ মাস্টারের ছেলে রাবি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়া। তাদের দুইজনের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রাব্বির সাথে সুজন ও রাবির পূর্বশত্রুতা চলছিল। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতেন। রবিবার রাতে মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন রাব্বি । এর জেরে রাত সোয়া ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে এলাকায় রাব্বিকে ডেকে নেয় সুজন, রাবি ও তার লোকজন। রাব্বি সেখানে গেলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এসময় প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন রাব্বি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে রাব্বিকে মমেক হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।