চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে এক নারীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে নারীর মৃত্যুকে পুলিশ হত্যাকা- হিসেবে সন্দেহ করছে।
গত ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টার আগেই আধা ঘণ্টার ব্যবধানে মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকা এবং হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, মদুনাঘাট থেকে উদ্ধার নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং আলমপুর থেকে উদ্ধার ব্যক্তির বয়স প্রায় ৫৫ বছর হবে। এখন পর্যন্ত কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে লাশ দুটির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মদুনাঘাট বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে হালদা নদীর সংযোগস্থলের স্লুইস গেটের নিচে পানিতে ভাসমান অবস্থায় নারীর লাশ প্রথমে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকার একটি মাছের খামারের পুকুর পাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাশে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এ লাশটিও ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, “অজ্ঞাত ওণ পুরুষের মৃত্যু দুর্ঘটনাজনিত বা স্বাভাবিকও হতে পারে। খামারের লোকজন কেউ তাকে চিনতে পারছেন নাÑতদন্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মদুনাঘাটে পাওয়া নারীকে খুন করা হয়েছে বলেই আমাদের প্রাথমিক ধারণা। সম্ভবত শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।”