জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই জাতির যে কোন দুর্যোগে-সংকটে জামায়াত সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসচ্ছল মানুষেরা আমাদেরই স্বজন। তাদের বিপদে-আপদে সবার আগে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আর এভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি গত শনিবার সিলেট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বানাগাঁও বাজারে জামায়াতের উদ্যোগে স্থাপিত টিউবওয়েল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন ও সহকারী সেক্রেটারি আমিনুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান বলেন, বানাগাও বাজারের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে টিউবওয়েল স্থাপন একটি মহৎ উদ্যোগ। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে এই ধরনের উদ্যোগে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এতে সামাজিক বন্ধন সুদূঢ় হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৭নং মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা আহমদ মাসুম, সরকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল প্রমূখ। টিউবওয়েল উদ্বোধনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

কান্দিগাঁও ইউনিয়নে মতবিনিময়

এদিকে গত শনিবার রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

কান্দিগাঁও ইউনিয়ন আমীর আব্দুস সামাদের সভাপতিত্বে ও নায়েবে আমীর মখলিসুর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা (সাবেক মেম্বার), সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা ও কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি জাহেদ মামুন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।