বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে শ্রমিকসহ সাধারণ মানুষের ভোটাধিকার অর্থহীন হয়ে পড়বে। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, “দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি— ইসলামপন্থী রাজনৈতিক জোটের প্রার্থীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলের মামলা নতুন করে সামনে এনে হয়রানি করা হচ্ছে। মাঠ পর্যায়ে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মারাত্মক হুমকি।”

শুক্রবার চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, “প্রশাসনের দায়িত্ব জনগণের পক্ষে থাকা— কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। প্রশাসনিক বাধা, পক্ষপাতমূলক আচরণ ও হয়রানি চলতে থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যেমন সংগঠিত শ্রমিক নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন, তেমনি গণতন্ত্র রক্ষার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য।

“শ্রমিকরা শুধু উৎপাদনের শক্তি নয়; বাস্তব অভিজ্ঞতা, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। অথচ পরিকল্পিতভাবে শ্রমিকদের নেতৃত্বের বাইরে রাখা হচ্ছে,” বলেন তিনি।

তিনি বলেন, শ্রমিকদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে দূরে রাখার ফলেই শ্রমবান্ধব আইন ও নীতিমালা বাস্তবায়িত হয় না।

“ইউনিয়ন পর্যায় থেকে সংসদ পর্যন্ত শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে রাষ্ট্র কখনোই ন্যায়ের পথে চলতে পারে না,” যোগ করেন তিনি।

বক্তব্যের শেষাংশে এস এম লুৎফর রহমান বলেন, “শ্রমিক নেতৃত্ব তৈরি, রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের কার্যকর অংশগ্রহণ এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা— এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণতন্ত্র ও শ্রমিক অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

নগর সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আইন-আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানিসহ নগর ফেডারেশনের নেতৃবৃন্দ।