ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে পুর্ব বিরোধের জের ধরে মুঞ্জু মিয়া নামের এক শারীরিক প্রতিবন্ধীকে মারধরসহ সবত ঘর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী মঞ্জু মিয়ার মা মনিজা খাতুন ধুনট থানায় প্রতিপক্ষ ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

প্রতিবন্ধী মুঞ্জু মিয়া জানান, আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে আমার শয়ন ঘরের এক কুঠুরিতে ছোট একটি মুদি দোকান দিয়ে জিবিকা নির্বাহ করে আসছি। আমার শারিরিক অক্ষমতার সুযোগে প্রতিবেশী খায়রুল ইসলাম দির্ঘদিন থেকে আমার মুদি দোকান ভেঙ্গে দেওয়ার পায়তারা করে আসছিল। গত রবিবার খায়রুল ইসলাম ও তার সহযোগীরা আমার শয়ন ঘর ও দোকানের বেড়া ভেঙ্গে দিয়ে ইটের দেয়াল দিতে থাকে। এ সময় আমার মা মনিজা খাতুন প্রতিবাদ করলে প্রতিপক্ষ খায়রুল ও তার সহযোগীরা আমার মাকে মারধরসহ সবত ঘর ও দোকান ভাংচুর করে। এ ঘটনায় ধুনট থানায় প্রতি পক্ষের ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।