তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টাইফয়েড প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র স্কুল ও কলেজের শিক্ষার্থী নয়, এবার সাধারণ জনগণও এ কার্যক্রমের আওতায় আসছে। গত ৮ নভেম্বর সকাল ৯টা থেকে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা পশ্চিমপাড়া আব্দুল বাতেন মাস্টারের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। স্থানীয় স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ কার্যক্রমে শিশু-কিশোরদের পাশাপাশি এলাকার অভিভাবক ও সাধারণ মানুষও অংশ নেন।সরকারি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১০ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। টাইফয়েড যেন সমাজে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার এই জাতীয় টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। স্বাস্থ্যকর্মী রানু হাসান বলেন,“আমাদের কাজই হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা। এজন্য বিভিন্ন টিকা পয়েন্টে গিয়ে বাচ্চাদের টিকা প্রদান ও অভিভাবকদের সচেতন করার কাজ করছি।” স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। তারা জানান, স্কুল-কলেজের বাইরেও এভাবে ঘরে ঘরে বা মহল্লাভিত্তিকভাবে টিকাদান চালু হওয়ায় সাধারণ মানুষওসহজে টিকা নিতে পারছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, এ কর্মসূচি ধাপে ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সম্প্রসারিত করা হবে। লক্ষ্যÑউপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের ঝুঁকি থেকে নিরাপদ রাখা।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় টাইফয়েড প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র স্কুল ও কলেজের শিক্ষার্থী নয়