জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উদ্যোগে জুলাই শহীদদের সম্মানে তাদের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত, পরিবারের খোঁজখবর নেয়া এবং আর্থিক সহযোগিতা প্রদানের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্প্রতি সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদসদস্য নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন জুলাই আগস্ট আন্দোলনের শহীদরা জাতির অহংকার, তাদের রক্তের বিনিময়ে আমরা আজ ফিরে পেয়েছি বাক স্বাধীনতা, পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন তাদের এ ঋণ কোনদিন শোধ হবার নয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি, সোনাইমুড়ি পৌরসভা জামায়াতের আমীর আব্দুল মতিন আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ সোনাইমুড়ি উপজেলার ৪নং বারগাও ইউনিয়নের হোসেনপুর গ্রামের শহীদ তানভীর হোসেন মাহমুদ, অম্বনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের শহীদ আরাফাত হোসেন আকাশ, সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড এর কাঁসারপাড় গ্রামের শহীদ মো. হাসান একই উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজীরখিল গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়িতে যান, শহীদদের কবর জিয়ারত, শহীদ স্বারক বিতরণ এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।