বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ঝিনাইদহে আয়োজিত দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থার জন্য পুরোপুরি দায়ী শেখ হাসিনা। বারবার ষড়যন্ত্র করে তাকে হেনস্থা করা হয়েছে, মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, তারেক রহমানকে নিয়েও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। মায়ের চেয়ে মাসীর দরদ বেশি- এ ধরনের মন্তব্য করে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে,মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক। দেশের মানুষ আজ তার জন্য ব্যথিত।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মী ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা।