ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে শহরের দারুল ইসলাম ভবনে সংগঠনের সমাজ উন্নয়ন মূলক নিয়মিত কাজের অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জামায়াতের জেলা অর্থনীতি ও কৃষি বিভাগের সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম,শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ।

জেলা আমীর বলেন,কৃষি প্রধান বাংলাদেশের কৃষি এবং কৃষকরাই হচ্ছে বাংলাদেশের লাইফ লাইন।কৃষক বাঁচলে দেশ বাঁচবে।তিনি সরকারের কাছে দাবি জানান, সরকারি উদ্যোগে যেন সারা দেশে বিনা মূল্যে কৃষকদের মাঝে উন্নত মানের বীজ,সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।তিনি বলেন, কৃষকদের মাঝে উন্নত ধান বীজ বিতরন জামায়াতের অন্যান্য অসংখ্য সমাজ সেবা মূলক কাজের একটি। জামায়াতের উদ্যোগে প্রতি বছর সীমিত সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে।তিনি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষক ভাইদেরকে জামায়াতের পতাকাতলে সমবেত হ্ওয়ার আহ্বান জানান।