DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সতর্কবার্তা

রমজান ও ঈদের আগে অশান্তি রুখতে কড়া নজরদারি

উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের নিয়মিত কাজে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।কারখানা বা কর্মস্থলের সম্পদ রক্ষা করতে এবং অযথা ক্ষতি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Screenshot_1

স্টাফ রিপোর্টার, গাজীপুর: আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের শঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। শ্রমিক, মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে সম্ভাব্য উত্তেজনা এড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের সচেতন করতে বিভিন্ন মোটিভেশনাল কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোঃ খলিলুর রহমান জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা প্রতিরোধে শিল্পাঞ্চল পুলিশ সক্রিয় থাকবে।

যেকোনো দাবি আদায়ের ক্ষেত্রে আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করার পরামর্শ দেওয়া হয়েছে।গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে শ্রমিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের নিয়মিত কাজে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।কারখানা বা কর্মস্থলের সম্পদ রক্ষা করতে এবং অযথা ক্ষতি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো সমস্যা হলে সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে উৎসাহিত করা হয়েছে এবং দাঙ্গা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া জরুরি সহায়তায় শ্রমিকদের সুবিধার্থে শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে, যেখানে যেকোনো সমস্যা দ্রুত জানানো যাবে। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মালিকপক্ষ, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।