ফটিকছড়ি থানার ধর্মপুর নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, সৃজনী ট্রাস্টের চেয়ারম্যান ও সৃজনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুছার (৬৫) ইন্তিকালে করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বাদে যোহর নগরীর চকবাজার অলি বেগ খাঁ জামে মসজিদে মরহুম মুহাম্মদ মুছার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন অলি খাঁ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য মরহুম মুহাম্মদ মুছা স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরী সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুম মুহাম্মদ মুছা সাহেব খুব ন¤্র ও অমায়িক ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তায়ালা তাঁর দ্বীনের খেদমত কবুল করুন। তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।