কিশোরগঞ্জ সংবাদদাতা : গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার ভৈরবে কলেজছাত্র মোহাম্মদ আলী (২২) হত্যা মামলায় হত্যাকাণ্ডের ১৭ বছর পর দুই নারীসহ তিনজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এই রায় দেন।

মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামী হলেন, ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত শাফিল উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (৩৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মো. কাইয়ুম সরকারের স্ত্রী সেলিনা বেগম শিউলী (৪২) ও একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে শোভা ওরফে মেঘলা (৩৭)। রায় ঘোষণার সময় সেলিনা আক্তার শিউলী উপস্থিত ছিলেন। অন্য দুই আসামী পলাতক রয়েছেন। রায়ে দ-প্রাপ্ত আসামী সবাইকে মৃত্যুদন্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে অর্থদ- করা হয়েছে।