এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম এনটিভির স্থানীয় অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগর জামায়াতের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা এনটিভি পরিবারকে মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে আহ্বান জানান। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।