কালিগঞ্জ, সাতক্ষীরা: দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৌতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩১ ডিসেম্বর/২৫) বিকালে কাজী রাব্বি হোসেনের কার্যালয় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান হয়।

কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাজী রাব্বি হোসেন, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তুহিনুর রহমান, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম-আবায়ক ও মৌতলা বাস স্ট্যান্ড বনিক ব্যবসায়ীক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো, রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী আবু তোরাব সুমন,

উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপি অন্যতম নেতা কাজী ফজলু রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো, মুজিদ হোসেন, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো, রাজু আহমেদ, যুব নেতা মো, রায়ছুল ইসলাম, যুব নেতা আব্দুল লতিফ, যুবনেতা হাবুল,ইউনিয়ন ছাত্রনেতা সাবেক সহ-সভাপতি কাজী সোকিনসহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত করেন হাফেজ আব্দুল্লাহ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী ) বিকেল ৫টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।

বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য মাঠ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন।

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার রাহমানিয়া জামে মসজিদে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া যুবদল ছাত্র দল সেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সহধর্মিনী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত বুধবার রাতে উপজেলার অলিপুর মোহাম্মদিয়া সুফিয়া নুরানী হাফেজি মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল আলম নয়নের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা তালুকদার মুহাম্মদ বেলায়েত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান।