গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেছেন, “গাজীপুরকে একটি নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে। মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কমিশনার ইসরাইল হাওলাদার আরও বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। তাই জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। এখানে ২৪ ঘণ্টা পুলিশ জনসেবায় নিয়োজিত থাকবে। প্রতিটি ফোন কলের সাড়া দিতে এবং নাগরিক সমস্যায় দ্রুত ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, শহরের যানজট নিরসনে বিশেষ নজর দেওয়া হবে। অবৈধ পার্কিং উচ্ছেদ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে। নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, গাজীপুর হবে নিরাপদ শহর—এটাই আমাদের প্রতিশ্রুতি। সাংবাদিকদের সহযোগিতায় জননিরাপত্তার কাজ আরও সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব।
গাজীপুরবাসীর আশা, নতুন কমিশনারের কঠোর অবস্থান ও আধুনিক দৃষ্টিভঙ্গির কারণে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং মাদক, সন্ত্রাস, অবৈধ দখল ও বিশৃঙ্খলা কমে আসবে।
উল্লেখ্য, ১৬ নভেম্বর ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯ নভেম্বর আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন।