রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের রামপাল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত ১ সোমবার ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার উজলকুড় এলাকার রনসেন বাজারস্থ টু স্টার বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ১টি মামলায় অভিযুক্ত ১ জনকে মোট ১০,০০০ টাকা অর্থদ- করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রামপাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান চলবে।