ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব মীর কাশেম আলী (র.) এর ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে হাসপাতালের নতুন ভবনের কনসালটেশন জোনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মো. ইলিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. মো. তারেক ইমরান, প্রশাসনিক ইনচার্জ মু. মুকাররম বিল্লাহ, হিসাব ইনচার্জ মো. সফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা শেখ গোলাম ফারুক ও আলী হামজা প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ মীর কাশেম আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মীর আকবর।