বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র রূপরেখা হিসেবে অভিহিত করে দলটির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার বলেছেন, ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বটতলা রোডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো. ফারুক হোসেন খান।
সভায় হাসান উদ্দিন সরকার আরও বলেন, বিএনপি জনগণের দল, এই দলই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারে। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি। আজ দেশে মানুষ বাকস্বাধীনতা হারিয়েছে, বিচার বিভাগ দলীয় প্রভাবমুক্ত নয়, প্রশাসন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, আমরা একটি স্বচ্ছ ও জনগণের জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা চাই। যেখানে মানুষের ভোটের মূল্য থাকবে, নাগরিকের অধিকার নিশ্চিত হবে, এবং সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই আন্দোলন এখন জনগণের আন্দোলন, তাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।
সভায় বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা দেশের মানুষের অন্তরের কথা। এই দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে এবং দেশে স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠিত হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা, হাজী বাবর আলী, মহানগর তাঁতীদলের সভাপতি, তাজুল ইসলাম বেপারি, হারুন-অর-রশিদ খান, আজিজুল হক রাজু মাস্টার, হাজী আবুল কাশেম, মো. আবুল হোসেন, মতিউর রহমান মৃধা, কামরুজ্জামান বিপ্লব, হাজী আব্দুস সামাদ, আলম মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, কাউসার, ও ছাত্রদল নেতা মো. রিফাত সরকার প্রমুখ। সভাটি পরিচালনা করেন শরিফ সরকার।