গাইবান্ধা সংবাদদাতা : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ে এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহরের ডিবি রোড পাবলিক লাইব্রেরীর সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গাইবান্ধা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক এস.এম আবু সাঈদ, সিনিয়র শিক্ষক এ.এইচ.এম শামসুদ্দিন মন্ডল, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রউফ মিয়া, সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সহকারি শিক্ষক মো. সাফায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন চারস্তরীয় একাডেমিক পদসোপান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন করার দাবি জানান। তারা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জন্য একটি আলাদা দপ্তরের প্রয়োজন। একই পদে ৩০-৩২ বছর পর্যন্ত চাকরি করে অবসর গ্রহণ করতে হয়। তবুও তাদের কোন পদ উন্নতি করা হয় না। ফলে তারা ঠিকমত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা আরও বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হচ্ছে এবং অদৃশ্য কোন কারণে তারা এখনও ১০ম গ্রেডেই পড়ে রয়েছে।