জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় (৩জানুয়ারি) শনিবার সকালে জেলা শহরের নগুয়া সরকারি বালক এতিমখানা থেকে জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে একটি রর্‌্যালি বের করা হয়।রর্‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি লুতফুর রহমান, খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ শাহীনুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহর পরিচালনায় এতে বক্তব্য দেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক -২ শাহনাজ পারভীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সমাজকর্মী রেজাউল হাসনাত নাহিদ প্রমুখ। পরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় প্রতিবন্ধীদেকে হুইল চেয়ার ও ক্রেচ বিতরণ করা হয়। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুবিধাভোগী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।