ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন, হামলা ও হয়রানির পথ বেছে নিয়েছে। কয়েক দফা তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকির মুখেও পড়েছেন। সম্প্রতি তার বসতভিটায় রোপণ করা মেহগনি, নিম, জাম, সুপারি গাছসহ সবজি ক্ষেত কেটে ফেলার ঘটনাটি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। কাটা গাছ হাতে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী জানান, স্বাধীন দেশে আজ আমাকেই যদি ভিটেমাটি রক্ষার জন্য লড়তে হয়, তবে এটা আমার জন্য চরম দুঃখের। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। ঘটনার বিষয়ে তিনি আরও বলেন, কারা এই হামলা ও উচ্ছেদের চেষ্টায় জড়িত সেটি নাম উল্লেখ করে বলা তার পক্ষে ঝুঁকিপূর্ণ। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলেও আশঙ্কা ব্যক্ত করেন তিনি।