সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো: সাইফুল ইসলাম মুন্না (১৭) রাজধানীর প্লাটিনাম হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৭ জুন বরিশালের রূপাতলীতে দপদপিয়া ব্রীজের ওপরে থাকা একটি দ্রুত গতির বাস তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মভাবে আহত হয়। বর্তমান তার অবস্থা এমন যে, পায়ের অনেক জায়গায় পচন ধরেছে। উন্নত চিকিৎসা না করতে পারলে মুন্নার ডান পা কেটে ফেলে দিতে হবে।

চিকিৎসক জানিয়েছেন, তার এই চিকিৎসা করাতে আনুমানিক ২০ লাখ টাকার প্রয়োজন। আহত মুন্নার মা মাহেনুর বেগম ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। মাহেনুর বেগম বলেন, আমার স্বামী মারা গেছেন. বাবা হারা আমার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমি সেলাইয়ের কাজ করে কোনোমতে মানবেতর জীবন যাপন করছি।

আমার ছেলে এবছল এসএসসি পরীক্ষায় পাশ করেছে। আহত মুন্নাকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন- মোবাইল: ০১৭২৮৮৭২২৬৬ (নগদ), বিকাশ নম্বর- ০১৫৩৮৩৯৬১২১। ব্যাংক একাউন্ট নম্বর: ০৩০৪১১০২৫৮৭৩১, মাহেনুর বেগম, সোনালী ব্যাংক, বরিশাল করপোরেট শাখা, বরিশাল।