ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি ও অসুবিধা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পর্যায়ের ফি বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফি পুনর্নির্ধারণ প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এর বাস্তবায়ন শুরু হবে অনার্স তৃতীয় বর্ষ থেকেই।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের ফি সমন্বয় (এডজাস্টমেন্ট) করা হবে—ফলে অতিরিক্ত পরিশোধিত অর্থ ফেরত বা পরবর্তী পর্যায়ে সমন্বিতভাবে হিসাব করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান ফি কাঠামো উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা আর্থিক চাপ ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, “আমরা শিক্ষার্থীদের কষ্ট বুঝি। তাই তাদের আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই ফি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব নীতিতে বিশ্বাসী, সেটিই আমরা বাস্তবায়ন করছি।

এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে এবং আশা করছে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় এমন ন্যায়সঙ্গত পদক্ষেপ নিতে থাকবে।