পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের কমলাপুর বাজার থেকে নাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তা সংস্কারের দাবীতে পঞ্চগড় - আটোয়ারী মহাসড়ক অবরোধ করে ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারের সামনে পঞ্চগড়- আটোয়ারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও বিদ্যালযের শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব, নাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন,ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম, অবরোধ ও বিক্ষোভের আয়োজক আমিনুর রহমানসহ এলাকাবাসীরা।

বক্তারা বলেন, ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর থেকে নাঙ্গলগাও পর্যন্ত ৩ কিলোমিটার ক্ষতিগ্রস্থ রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে।

এই রাস্তা দিয়ে যেতে হয় মাতৃসদন হাসপাতাল, ৪ টি বিদ্যালয়। বর্ষার সময় এক হাডু পানি জমে থাকায় চলাচল করা যায় না। এই ক্ষতিগ্রস্ত চলাচলের রাস্তাটি সংস্কারের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।