মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা (উ:) অঞ্চল সহকারী পরিচালক মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো সৎ ও দক্ষ হাতে পরিচালিত হলে দেশ উন্নতির শিখড়ে পৌঁছাবে। সেই জন্য, আগামী জাতীয় সংসদে অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক নেতাদের সংসদে পাঠাতে হবে।
সোমবার সকালে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ধলেশ্বরী তীরবর্তী সাগরদিঘি চর এলাকায় গণসংযোগ কর্মসূচির পথসভায় মাওলানা দেলওয়ার হোসাইন এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জামায়াতের মানিকগঞ্জ ৩ আসন পরিচালক ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন খান, মানিকগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফজলুল হক, সদর উপজেলা জামায়াত নেতা কাজী মহিদুর রহমান ও অবঃ সেনা সদস্য মোঃ শফিউদ্দিন, গড়পাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মুজিবর রহমান, সেক্রেটারি মোঃ রবিন মোল্লা এবং স্থানীয় শ্রমিক কল্যাণ নেতা মোঃ জুয়েল মোল্লা প্রমুখ।
মাওলানা দেলওয়ার হোসাইন আরো বলেন, আমাদের এই বাংলাদেশটা আল্লাহতালার এক রহমত, সারা দুনিয়ার মধ্যে এই দেশের ভৌগোলিক অবস্থান অনেক গুরুত্বপূর্ণ, উন্নত সম্প্রীতির এই বাংলাদেশ, এদেশের মাটি জাপানের চেয়েও বেশি উর্বর, আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, আমাদের রয়েছে খনিজ সম্পদ, পানি সম্পদ, বনজ সম্পদ, প্রাণিজ সম্পদ, যা কিনা একসাথে এত সম্পদ অন্য কোন দেশে নেই, বিশাল এক মানবগোষ্ঠী আমাদের রয়েছে, যদি উন্নত প্রশিক্ষণ দিয়ে এটিকে মানবসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে আমরা সারা দুনিয়ার শ্রমবাজারের নেতৃত্ব দিতে পারবো, শ্রমের উপযুক্ত মূল্য আমরা পাব, কিন্তু এখন আমরা আমাদের শ্রমের উপযুক্ত মূল্য পাচ্ছিনা। এর কারণ হচ্ছে সকল সেক্টরে দুর্নীতি, অশিক্ষা-কু-শিক্ষায় নিজেদের দুর্বল করে রেখেছে, কর্মমুখী শিক্ষার অভাব রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপযুক্ত নেতাদের ভোট দিয়ে সংসদে পাঠানো দরকার। যাতে করে সকল প্রাকৃতিক সম্পদগুলো দক্ষ হাতে জাতির বৃহত্তর সার্থে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। জাতিকে প্রতিটি সেক্টরে উন্নত ধরনের সেবা দিতে পারে, যার ফলে ন্যায় ও ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে।