করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি করিমগঞ্জ থানা সংলগ্ন মাঠে ডাঃ জেহাদ খানের ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আশুতিয়াপাড়া উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মনোনীত প্রার্থী প্রফেসর কর্নেল (অব:) ডাঃ জেহাদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌর শাখা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌর শাখা সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা লুৎফুর রহমান মাষ্টার, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাসুদ রানা প্রমুখ। ফ্রী এ চিকিৎসা ক্যাম্পে প্রফেসর কর্নেল (অব:) ডাঃ জেহাদ খানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের ১২ জন বিজ্ঞ চিকিৎসক ৬ শতাধিক নারী-পুরুষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। হৃদরোগ, মেডিসিন, গাইনী ও সার্জারী বিভাগের চিকিৎসক গণ রোগীদেরকে এ সেবা প্রদান করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
করিমগঞ্জে জামায়াতের ফ্রি চিকিৎসা ক্যাম্প
সম্প্রতি করিমগঞ্জ থানা সংলগ্ন মাঠে ডাঃ জেহাদ খানের ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌরসভার
Printed Edition