DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুরে বিএনপির গণইফতার

সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, এবং সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজা।

Screenshot_1

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে এক ব্যতিক্রমী আয়োজনে বিএনপির গণইফতার মাহফিল ও ৩১ দফা বাস্তবায়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর রাজবাড়িতে বিএনপির উদ্যোগে গণইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, এবং সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা রায়হান আহমেদ হৃদয়, মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়জুদ্দিন তালুকদার, জিএস নিনা মোস্তফা এবং বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা প্রমুখ।

অন্যদিকে, ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি।

সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন।

এতে আরও বক্তব্য রাখেন—মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, আ ক ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, জিএস রুকনূজ্জামান সরকার উজ্জ্বল, চৌধুরী কামরুল ইসলাম এবং হাজী শেখ লিটন প্রমুখ।