চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যখন ডিভাইসমুখী ও ঘরমুখী, তরুণ প্রজন্মের একটি অংশ মাদকাসক্তির দিকে চলে যাচ্ছে। সেসময় এধরনের মাঠমুখী খেলাধূলা তরুণ ও যুবকদেরকে আগামী দিনের দক্ষ ও দেশ গড়ার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য একটি ভাল কার্যকর ভূমিকা নিয়েছে। এ ধরনের আয়োজন করার জন্য কর্তৃপক্ষসহ এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা রইল এবং এর ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এর জন্য যে কোন ধরনের সহযোগিতার আশ^াস দেন তিনি।
গত মঙ্গলবার রাতে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জে যুব শান্তি সংঘ আয়োজিত জেলা শহরের সোনার মোড়স্থ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নাইট বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খেলাধূূলার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ পরিচিত হয়েছে। খেলাধূলার মাধ্যমে দেশপ্রেম তৈরী হয়। একদিকে যেমন বিনোদনের কাজ করে, তেমনি মাদকাসক্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। অন্যদিকে শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এ ধরনের খেলাধুলার সাথে তরুণ প্রজন্ম যত বেশী যুক্ত হবে, মাঠমুখী হবে, ততবেশী তারা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে বিশ^াস করা যায়। নূরুল ইসলাম বুলবুল বলেন, খেলাধূলা ও মাঠমুখী করতে তরুণ প্রজন্মকে যত সম্পৃক্ত করতে পারা যাবে, তত বেশী তরুণ-যুবকরা আগামী দিনের দেশ ও জাতির জন্য নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবে। পরে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, বিসিবি’র কাউন্সিলর তৌহিদুল হক তৌহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, এ্যাডভোকেট মোঃ আব্দুল খালিদ, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ। এ টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে রুবেল থাই দল ও চাঁপাই এক্সপ্রেস।