কুষ্টিয়ার কুমারখালীতে আদর্শ সমাজ কল্যাণ সংস্থা শিলাইদহ-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বেসরকারি ক্লিনিক-হাসপাতাল মালিক সমিতি কুমারখালী উপজেলা শাখার সভাপতি এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪’ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রভাষক ও নিউরো মেডিসিনে অভিজ্ঞ চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ টুটুল এবং ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক দে।

এ সময় আদর্শ সমাজ কল্যাণ সংস্থার পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।